তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিদেশি রাষ্ট্রদূতের নাক গলানো উচিত না। নির্বাচন ইস্যুতে জাপানি রাষ্ট্রদূতের বক্তব্যের প্রেক্ষিতে সচিবালয়ে তিনি এ কথা বলেন তিনি
বুধবার (১৬ নভেম্বর) বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে তথ্যমন্ত্রী বলেন, জাপান বন্ধুপ্রতিম দেশ। দেশটির রাষ্ট্রদূত বাংলাদেশের নির্বাচন নিয়ে মন্তব্য করেছেন। তিনিসহ সব কূটনীতিকদের জানা উচিত, তারা যেন অভ্যন্তরীণ ব্যাপারে নাক না গলান, কূটনৈতিক শিষ্টাচার যেন বজায় রাখেন। তাদের চাইতে বেশি দায়ী, দেশর কোনো কোনো রাজনৈতিক দল, যারা কূটনীতিকদের পায়ে পানি ঢেলে অভ্যন্তরীণ ব্যাপারে মন্তব্য করতে অনুরোধ করে।
১০ ডিসেম্বর বিএনপির সমাবেশ নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী আরো বলেন, ঢাকায় অনেক মাঠ থাকার পরও বিএনপি নয়াপল্টনে রাস্তায় সমাবেশ করতে চায় কেনো? বোধগম্য নয়। সমাবেশের নামে গাড়ি, দোকানপাট ভাংচুর করতে হয়তো তাদের সহজ হবে।
আগামী ১০ ডিসেম্বর মানবাধিকার দিবসে মানবাধিকার লঙ্ঘনকারী দল হিসেবেই বিএনপি সমাবেশ করতে চায় বলেও মন্তব্য করেন ড. হাছান মাহমুদ।