বিদেশিরা কাউকে ক্ষমতায় বসাতে পারবে না, জনগণই নির্বাচনের মাধ্যমে সরকার নির্ধারণ করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সকালে, সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি।

এসময় ওবায়দুল কাদের বলেন, নির্বাচন নিয়ে কেউ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে।

ভোটের আয়োজন নিয়ে কোন শঙ্কা নেই জানিয়ে তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী সময়মতোই নির্বাচন হবে। যুক্তরাষ্ট্র ও ভারতের সংঙ্গে ‘তলে তলে আপস হয়েছে’ এমন মন্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এই আপোষ শব্দের অর্থ দুই দেশের সাথে সম্পর্ক উন্নয়ন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খারাপ বলে যে অপপ্রচার চলছে, তা গুজব বলেও জানান আওয়ামী লীগের এই নেতা