দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম রকেট গতিতে বেড়েই চলছে এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মার্চ থেকে বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে সরকার সর্বনাশা পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ মঙ্গলবার সকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী বলেন, নিজেদের সিন্ডিকেটের কারণে বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে আওয়ামী লীগ সরকার।

এসময় তিনি জানান কোনো নালিশ করতে নয় বরং ঢাকা সফরে মার্কিন প্রতিনিধি দলের আমন্ত্রণে বৈঠকে অংশ নিয়েছে বিএনপি’র প্রতিনিধি দল।

এছাড়া নিজেদের আড়াল করতে বিতর্ক সৃষ্টির জন্য ১৫ বছর পর পিলখানা হত্যাকান্ডে বিএনপিকে জড়িয়ে ক্ষমতাসীন দলের মন্ত্রীরা মিথ্যা বক্তব্য দিচ্ছেন বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে।