লোডশেডিং থেকে শুরু করে বিভিন্ন সমস্যার কারণে স্মার্টফোনের চার্জ নিয়ে অনেক সময় ঝামেলায় পড়তে হয়। তবে এখন আর সেই ঝামেলা পোহাতে হবে না স্মার্টফোন ব্যবহারকারীদের। চাইলে বিদ্যুৎ ছাড়াই স্মার্টফোন চার্জ করতে পারবেন সোলার চার্জার দিয়ে।
এর সাহায্যে সৌরশক্তিতেই চার্জ দেওয়া যাবে ফোনের ব্যাটারিতে। এই চার্জার ব্যবহার করতে দরকার পড়ে না বিদ্যুতের। জেনারেটর কিংবা ইনভার্টারের আলাদা করে কোনো প্রয়োজন পড়বে না। সূর্যের আলোতেই মোবাইলে চার্জ করে নেওয়া যাবে। ফলে বিদ্যুৎ বাঁচানো সহজ হবে অনেক।
বর্তমানে বিভিন্ন ব্র্যান্ডের, ধরনের সোলার মোবাইল চার্জার বাজারে এসেছে। এটি অনলাইন এবং অফলাইন দুই জায়গাতেই পাওয়া যায়। আপনার পছন্দ এবং প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ওয়াটের সোলার চার্জার বেছে নিতে পারবেন। যেমন- ইলেক্ট্রোপ্রাইম ৬ভি ৪.২ ওয়াট সোলার প্যানেল চার্জার, নেগাওর ডুয়াল ইউএসবি, টোমেট সোলার পাওয়ার ব্যাংক, কেপসউইন ইত্যাদি।
এই চার্জারটি রোদে রেখে আপনার ফোনটি তাতে যুক্ত করুন। দেখবেন আপনার স্মার্টফোনের ব্যাটারি কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণ চার্জ হয়ে যাবে। বিদ্যুৎ চলে গেলে আর চিন্তা করতে হবে না। সোলার মোবাইল চার্জার ইলেকট্রিক চার্জার থেকে অনেক সস্তাও।
এয়াড়া চার্জারটি আকারে ছোট হওয়ায় যেকোনও জায়গায় বহন করা যায়। মোবাইল চার্জ করার জন্য, আপনাকে কেবল আপনার বারান্দায় বা আপনার বাড়ির বাইরে সোলার চার্জারটি রাখতে হবে। আপনার বাড়িতে বিদ্যুৎ না থাকলে বা কম বিদ্যুৎ থাকলে, সোলার চার্জারের সাহায্যে মোবাইলটি বিনামূল্যে চার্জ করতে পারবেন।এতে কয়েক ঘণ্টার মধ্যেই ফোন সম্পূর্ণ চার্জ হয়ে যাবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া