পটুয়াখালী-১ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (৯ ই নভেম্বর) বেলা ১১টায় পটুয়াখালীর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার নূর কুতুবুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
আফজাল হোসেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের পুকুরজনা গ্রামের আলতাফ হোসেনের ছেলে।
গত ২১শে অক্টোবর পটুয়াখালী-১ (মির্জাগঞ্জ-দুমকি ও সদর) আসনের সংসদ সদস্য সাবেক ধর্মপ্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া মারা যান। এরপর নির্বাচন কমিশন আসটি শূন্য ঘোষণা করেন। গত ১ নভেম্বর এই আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। একমাত্র নৌকার প্রার্থী অ্যাডভোকেট আফজাল হোসেন মনোনয়নপত্র দাখিল করেন। আজ মনোনয়নপত্র প্রত্যাহারের দিনে আসনটিতে একমাত্র প্রার্থী থাকায় তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
আফজাল হোসেনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত ঘোষণার খবরে তার নির্বাচনী এলাকায় আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ ও দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতারা।