পাকিস্তানের ‘এনগ্রো হোল্ডিংস’ বাংলাদেশে ব্যবসার সুযোগ খুঁজছে। প্রতিষ্ঠানটি টেলিযোগাযোগ এবং জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন এনগ্রো’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবদুল সামাদ দাউদ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে এ আগ্রহ প্রকাশ করেন।

এসময় বাংলাদেশে বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা করেন। সাক্ষাৎকালে এনগ্রো সিইও বাংলাদেশে বিশেষ করে টেলিযোগাযোগ ও জ্বালানি খাতে কোম্পানির কার্যক্রম সম্প্রসারণে জোরালো আগ্রহ প্রকাশ করেন।

দাউদ বলেন, বাংলাদেশের টেলিকম খাতে আমরা বিপুল সম্ভাবনা দেখছি। এছাড়া, ভোলার গ্যাস বিতরণে অংশগ্রহণ করে দেশের শিল্প খাতে জ্বালানি সরবরাহে অবদান রাখতে চাই। তিনি বিনিয়োগ সম্মেলনের প্রশংসা করে বলেন, বিডা কর্তৃক আয়োজিত চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন ছিল অত্যন্ত অর্থবহ ও আন্তরিকতাপূর্ণ।

তিনি বলেন, এই সম্মেলনে আন্তরিকতা ছিল, স্বাগত জানানোর মনোভাব ছিল এবং স্পষ্ট উদ্দেশ্য ছিল। একই ছাদের নিচে এত শীর্ষস্থানীয় কোম্পানিকে একত্রে দেখাটা ছিল অসাধারণ। প্রধান উপদেষ্টা দীর্ঘমেয়াদি ও টেকসই প্রকল্পে যৌথভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

এনগ্রো’র প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, আমাদের এমন প্রকল্পে মনোনিবেশ করা উচিত যা মানুষের জীবনমান উন্নত করে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই আগ্রহকে স্বাগত জানিয়ে টেকসই ও দূরদর্শী সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে বলেন, আমাদের দীর্ঘমেয়াদি প্রকল্পগুলোতে মনোনিবেশ করা উচিত। যা আমাদের মানুষের জীবনযাত্রার উন্নতি নিয়ে আসে।

অধ্যাপক ইউনূস এনগ্রো নেতৃত্বকে আবারও বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং বলেন, বাংলাদেশের শুধু বিনিয়োগকারীদের জন্য নয়, সারা বিশ্বের জন্য অনেক কিছু দেওয়ার আছে। আবার আসুন, সম্ভাবনাগুলো নিজের চোখে দেখুন।

সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া উপস্থিত ছিলেন।