বৃষ্টি ও উজানের ঢলে লালমনিরহাটে তিস্তার পানি আবারও বিপদসীমার ওপর দিয়ে বইছে। শনিবার (২৬ আগস্ট) তিস্তার দোয়ানী ব্যারাজ পয়েন্টে ও লালমনিরহাটে তিস্তায় ডালিয়ার ব্যারাজ পয়েন্টে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার পাঁচ উপজেলার নিম্নাঞ্চল ও চরের বসতবাড়িতে  ঢুকেছে পানি। এতে পানিবন্দী হয়ে পড়েছে ৫হাজার পরিবার।

পানির চাপ নিয়ন্ত্রণের জন্য ব্যারাজের ৪৪টি গেট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। তিস্তায় পানি বেড়ে যাওয়ায়  জেলার পাঁচ উপজেলার নদী তীরবর্তী  নিম্নাঞ্চল ও চরের বসতবাড়িতে পানি প্রবেশ করেছে। পানিবন্দী হয়ে পড়েছে নদীতীরবর্তী নিম্নাঞ্চলের ৫হাজার পরিবার।

অন্যদিকে, তিস্তা নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় নীলফামারী ডিমলা উপজেলার আটটি ইউনিয়ন ও খগাখড়িবাড়ি  ইউনিয়নের ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে এই সব চরগ্রামের দুই হাজার পরিবার পানি বন্দি হয়ে পড়েছে। তলিয়ে গেছে ফসলি জমিসহ ধান ক্ষেত।

ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রংপুরের কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গঙ্গাচড়া ও কাউনিয়ার বেশ কয়েকটি গ্রামের কয়েক’শ মানুষ পানিবন্দি হয়ে পড়ে। পাশাপাশি পানিতে ডুবে জমির ফসল নষ্ট হয়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে কৃষকরা।