বলিউডে আসার আগে পর্নো ইন্ডাস্ট্রি ঠিক কতটা নাম-ডাক ছিল সানি লিওনের তা কারো অজানা নয়৷ মাত্র ১৯ বছর বয়সেই নীল ছবির দুনিয়ায় পা রাখেন তিনি। অতীত জীবন যেমনই হোক, বলিউডে পা রাখার পর নিজেকে পুরোপুরি বদলে ফেলেছিলেন তিনি।
বলিউডে পা রাখার পর নিজেকে পুরোপুরি বদলে ফেলেছিলেন তিনি। কিন্তু হঠাৎ করেই এই তারকাকে সমন পাঠিয়েছে ইন্ডিয়ান মোশন পিকচার প্রডিউসার্স অ্যাসোসিয়েশন [ইম্পা], যা অনেককেই চমকে দিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, বিনোদ বচ্চন নামে এক প্রযোজকের টাকা ফেরত না দেওয়ায় সানিকে নোটিশ পাঠানো হয়েছে।
সংবাদমাধ্যমগুলো আরও জানিয়েছে, কয়েক বছর আগে বিনোদ বচ্চনের একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন সানি। সেই সুবাদে চুক্তি অনুযায়ী দেড় কোটি রুপি নিয়েছিলেন। কিন্তু তিনি ছবিটি নির্মাণ করেননি, যে কারণে টাকা ফেরত চেয়েছেন। কী কারণে ছবি নির্মাণ করেননি, তা নিয়ে এই প্রযোজক মুখ খোলেননি।
এদিকে সানির সহকারী জানিয়েছেন, ইম্পার দ্বারস্থ হয়ে বিনোদ যে অভিযোগ এনেছেন তা পুরোপুরি সত্য নয়। অভিনয়ের জন্য সানির সঙ্গে ৫০ লাখ রুপির চুক্তি হয়েছিল, যার সব তথ্য তাদের কাছে আছে। যথাসময়ে তা পেশ করা হবে।