ক্রীড়া ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) লজ্জার শুরু করলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টানা তিন হারে আসর শুরু করতে হয়েছে ইমরুল কায়েসদের। এদিকে কুমিল্লার হ্যাটট্রিক হারের দিনে হ্যাটট্রিক জয় তুলে নিয়েছে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বরিশালের দেওয়া ১৭৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে কুমিল্লার ইনিংস থেমেছে ১৬৫/৭-এ। এতে ১২ রানের জয় পায় বরিশাল।
সাগরিকায় এদিন টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে সাকিবের উত্তাল ব্যাটিংয়ে ৬ উইকেটে ১৭৭ রানের সংগ্রহ দাঁড় করায় বরিশাল। দলীয় ২৬ রানে প্রথম উইকেট হারায় ফরচুন বরিশাল। ৯ বলে ৬ রানে আউট হন মেহেদী হাসান মিরাজ। এনামুল হক বিজয়ের সংগ্রহ ২০ বলে ২০ রান। ১২ বলে ২ চার ও ২ ছক্কায় ২১ রান করেন চতুরাঙ্গা ডি সিলভা।
চতুর্থ উইকেটে নেমে তাণ্ডব চালান বরিশাল অধিনায়ক সাকিব আল হাসান। ৪৫ বলে ৮ চার ও ৪ ছক্কায় ৮১ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। এছাড়া ইবরাহিম জাদরান ২৭ এবং ইফতেখার আহমেদ ৫ রান করেন।
বল হাতে আলো ছড়ান কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তানভির ইসলাম। ৪ ওভারের ৩৩ রান দিয়েন ৪ উইকেট নেন তিনি।
রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ৪২ রান তুলে কুমিল্লা। এ সময় ১১ বলে ১৮ রান করে কামরুল ইসলামের শিকার হন মোহাম্মদ রিজওয়ান। লিটন রানআউট হন স্কোর বোর্ডে আরও ১৫ রান যোগ হওয়ার পর। ওয়ানডাউনে নামা ইমরুল অনেকটা মারমুখী ছিলেন বরিশালের বোলারদের ওপর। কিন্তু ১৫ বলে ২৮ রান যোগ করে তাকেও ফিরতে হয়।
চাদউইক ওয়াল্টন করেন ১৪ রান। জাকের আলি ৩ বল খেলেও কোনো রান করতে পারেননি। পাঁচ উইকেট হারিয়ে এরপর চাপে পড়ে কুমিল্লা। তবুও দলকে আশা দেখাচ্ছিলেন খুশদিল ও মোসাদ্দেক হোসেন মিলে। মোসাদ্দেক আউট হন ১৯ বলে গুরুত্বপূর্ণ ২৭ রানের ইনিংস খেলে। বরিশালের হয়ে একটি করে উইকেট নেন সাকি, সিলভা, ইফতিখার ও করিম।