ঢাকা পর্ব শেষ করে এবার সিলেট পর্বে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তবে পুরনো পিঠের ব্যথার কারণে বিপিএলের বাকি অংশে সিলেট সানরাইজার্সের হয়ে তাসকিন আহমেদের খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

গত ৩ ফেব্রুয়ারি খুলনার বিপক্ষে মাঠে নামতে পারেননি এই পেসার। ৪ ফেব্রুয়ারি বৃষ্টির কারণে ম্যাচ পণ্ড হলে তাসকিনকে নামতে হয়নি মাঠে। তবে সেদিন খেলা হলেও একাদশের বাইরে থাকতে হতো তাকে। ঘরের মাঠে টানা তিনটি ম্যাচ খেলবে সিলেট। সেই ম্যাচগুলোসহ টুর্নামেন্টের বাকি অংশে তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সিলেট দলের ফিজিও জয় শাহা এক ভিডিও বার্তায় বলেছেন, ‘তাসকিনের পিঠের ইনজুরি আগে থেকেই ছিল। চট্টগ্রাম পর্বের পর জানান পিঠে ব্যথা হচ্ছে। এরপর আমরা এমআরআই করাই। আগের ইনজুরিটাই আবার ফিরে এসেছে। এরপর বোর্ডের ফিজিও বায়েজিদ ভাইয়ের সঙ্গে কথা বলি। তার পরামর্শ অনুযায়ী তাসকিনের চিকিৎসা চলছে।’

তিনি আরও বলেন, ‘তাকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে পারছি না। কারণ সামনে আফগানিস্তান সিরিজ আছে। আফগানিস্তান সিরিজে যেন অংশ নিতে পারে সেটাও দেখতে হচ্ছে। যতক্ষণ পর্যন্ত পিঠের ব্যথা পুরোপুরি দূর না হচ্ছে ততক্ষণ আমরা তাকে খেলাতে পারছি না।’

বিপিএলের এবারের আসরে সিলেট সানরাইজার্সের হয়ে ৪ ম্যাচে খেলেছেন তাসকিন। এরই মধ্যে তিনি শিকার করেছেন ৫ উইকেট।