বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশতম আসরের ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে অভিজ্ঞতা কত বড় জিনিস, সেটিই দেখালেন তামিম ইকবাল। যোগ্য নেতৃত্বে টানা দ্বিতীয়বার ফরচুন বরিশালকে চ্যাম্পিয়ন তো করলেনই, হলেন ফাইনালের সেরা খেলোয়াড়ও।

স্কোরবোর্ডে ১৯৫ রান তোলার চ্যালেঞ্জ। সেখান থেকে জয় তুলে আনতে চিটাগাং কিংসের বিপক্ষে দারুণ একটা সূচনা দরকার ছিল ফরচুন বরিশালের জন্য। সেই কাজটা বেশ ভালোভাবেই করেছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। ‘ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট; বলে একটা কথা প্রচলিত ক্রিকেট দুনিয়ায়। সেটাই তামিম করলেন ফাইনালের বিগ ম্যাচে।

২৯ বলে করলেন ৫৪ রান। দলকে এমন এক অবস্থানে রেখে আউট হয়েছেন, যেখান থেকে বরিশালকে চ্যালেঞ্জ জানাতে বেশ বেগ পেতে হতো চিটাগাং কিংসকে। ৯ চার এবং ১ ছক্কায় সাজানো সেই ইনিংসের সুবাদে ম্যান অব দ্য ফাইনাল হয়েছেন তামিম ইকবাল।

এদিকে ব্যাটে-বলে ঝলক দেখিয়ে টুর্নামেন্টসেরা হয়েছেন খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। নেতৃত্ব দিয়ে দলকে প্লে-অফে তুলেছেন। ১৪ ম্যাচে ২৭.৩০ গড় আর ১৩২.৯৫ স্ট্রাইকরেটে ৩৫৫ রান করেন তিনি। এছাড়া বল হাতে ৭.৭১ ইকোনমিতে ১৩ উইকেটও শিকার করেন মিরাজ। সবমিলিয়ে টুর্নামেন্টসেরার পুরস্কার উঠেছে তারই হাতে।