জিতলেই প্লে-অফ নিশ্চিত, হারলেও অবশ্য সুযোগ থাকত; তবে হয়ে যেত জটিল। এমন সমীকরণে খেলতে নেমে ভাগ্য নিজেদের হাতেই রাখল ফরচুন বরিশাল। কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে সেরা চারের টিকেট কাটল তামিম ইকবারের দল।
দলের গুরুত্বপূর্ণ ম্যাচে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তামিম। দায়িত্বশীল ব্যাটিংয়ে ৪৮ বলে ৬৬ রান করেছেন অভিজ্ঞ ওপেনার। চলতি আসরে তার দ্বিতীয় পঞ্চাশ ছোঁয়া ইনিংসে বরিশাল জিতেছে ৬ উইকেটে।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪০ রান সংগ্রহ করে কুমিল্লা। দলের হয়ে জাকের আলী ১৬ বলে ৩৬ রান করেন।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই আহমেদ শেহজাদের উইকেট হারায় বরিশাল। এরপর তামিম ইকবাল ও কাইল মায়ার্সের ৬৪ রানের জুটিতে প্রাথমিক চাপ সামাল দেয় দলটি। মায়ার্স ২৫ রান করে ফিরলেও অপরপ্রান্তে তামিম ইকবাল খেলেন ম্যাচ জয়ী ইনিংস। তার ৪৮ বলে ৬৬ রানের ইনিংসে ভর করে দুই বল হাতে রেখেই ৬ উইকেটের জয় পায় বরিশাল।
বরিশালের পরের পর্ব নিশ্চিত হওয়ায় টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে খুলনা টাইগার্স। দিনের দ্বিতীয় খেলায় নিয়ম রক্ষার ম্যাচে লড়ছে খুলনা ও সিলেট।