আজ পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ- বিপিএল ক্রিকেটের দশম আসরের। উদ্বোধনী দিনে দুটি খেলা হবে। বেলা আড়াইটায় বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লার মুখোমুখি হবে দুর্দান্ত ঢাকা। দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়।

বিপিএল ক্রিকেটের দশম আসর শুরু হবে আজ। শিরোপা ধরে রাখার মিশনে উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত ঢাকার মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কাগজে-কলমে এবারের আসরে শক্তিশালী দল গঠন করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। হ্যাটট্রিক শিরোপা মিশনে ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করতে চায় লিটন দাস। অন্যদিকে, নতুন দল হলেও বিপিএলে চমক দেখাতে চায় ঢাকা।

রাতে দ্বিতীয় খেলায় মাশরাফির সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। নিজেদের প্রথম ম্যাচে জয় পেতে মুখিয়ে আছে দুই দলে।

খেলা শুরুর আগে ছোট পরিসরে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করবে বিসিবি।