বিপিএলে দিনের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সকে ৫ উইকেটে হারিয়েছে সিলেট স্ট্রাইকার্স। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় খুলনা।
আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে অধিনায়ক আনামুল হক বিজয়ের ৫৮ বলে ৬৭ ও হাবিবুর রহমান সোহানের ৩০ বলে ৪৩ রানে ভর করে ১৫৩ রানের লড়াকু সংগ্রহ পায় খুলনা।
রোমাঞ্চকর ম্যাচে সিলেটের উদ্বোধনী ব্যাটার হ্যারি টেকটর মারকুটে ইনিংস খেলেন। ৫২ বলে ৬১ রান করেন তিনি।
আরেক ওপেনার সামিট প্যাটেল ৯ বলে ১৩ রান করতে পেরেছিলেন। ওয়ান ডাউনে নামা বাংলাদেশ জাতীয় দলের ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত ইনিংস লম্বা করতে পারেননি। নাহিদুল ইসলামের তালুবন্দী হওয়ার আগে করেন ১৬ বলে ১৮ রান।
শেষ দিকে অধিনায়ক মোহাম্মদ মিথুন এবং রায়ার্ন বার্লের ক্যামিও ইনিংসে জয়ের বন্দরে পৌঁছে যায় সিলেট। ১৬ বলে ৩২ করেন রায়ার্ন। সিলেটের অধিনায়কও কম যাননি। আউট হওয়ার আগে ১৯ বলে করেন ২৪ রান।
খুলনা টাইগার্সের হয়ে মার্ক ডেয়েল ৩ উইকেট শিকার করেন। সুমন খান এবং নাহিদুল ইসলাম একটি করে উইকেট শিকার করেন।
এর আগে ব্যাট করতে নেমে ১৫৩ রান করেছিলো খুলনা। যদিও দলের শুরুটা তেমন ভালো হয়নি। ওপেনার এভিন লুইস ১০ বলে ১২ রান করেন। আফিফ হোসেন ধ্র“ব ওয়ান ডাউনে নেমে হাল ধরেন দলের। তবে তিনটি চারে গড়া তার ১৬ বলে ২৪ রানের ইনিংস থামে দলীয় রান পঞ্চাশ পেরোতেই।
বিজয় একপ্রান্ত আগলে রাখলেও সুবিধা করতে পারেননি মাহমুদুল হাসান জয়। ৬ বল মোকাবেলা করে মাত্র ১ রান করতে সমর্থ হন তিনি। ৫৪ রানে জয় বিদায় নিলে বিজয়ের সাথে ইনিংস মেরামতের দায়িত্ব¡ নেন হাবিবুর রহমান সোহান।
বিজয় সাবধানী ব্যাটিংয়ে তুলে নেন টুর্নামেন্টে নিজের তৃতীয় অর্ধশতক। এর সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৫৩ রান করে খুলনা।
সিলেটের পক্ষে সানজামুল ইসলাম, সামিত প্যাটেল ও বেনি হাওয়েল একটি করে উইকেট শিকার করেন।