পক্ষপাতমূলক ও বিভ্রান্তিকর খবর প্রচারের অভিযোগে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসির দুই স্থানীয় সাংবাদিকের অ্যাক্রেডিটেশন (স্বীকৃতি) বাতিল করেছে সিরিয়া সরকার। বার্তাসংস্থা রয়টার্স এসব তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যম জানায়, একজন অজ্ঞাতনামা সংবাদদাতা ও ক্যামেরা অপারেটরের অ্যাক্রেডিটেশন বাতিল হয়েছে। তাদের বিরুদ্ধে সিরিয়া সংক্রান্ত ‘ব্যক্তিগত মতামত নির্ভর, মিথ্যে তথ্য ও প্রতিবেদন প্রকাশের’ সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। তাদের বিরুদ্ধে সিরিয়াসংক্রান্ত ‘ব্যক্তিগত মতামতনির্ভর, মিথ্যা তথ্য ও প্রতিবেদন প্রকাশের’ সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।
বিবিসির জানায়, তারা আরবি-ভাষাভাষী দেশগুলোতে পক্ষপাতহীন সংবাদ ও তথ্য প্রচার অব্যাহত রাখবে।
এর আগে গত মাসে বিবিসি একটি প্রতিবেদন ছাপায়, যেখানে বলা হয় ক্যাপটাগন নামের একটি অ্যামফেটামিন মাদকের বাণিজ্যে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পরিবার ও সিরিয়ার সামরিক বাহিনী সরাসরি জড়িত। ওই প্রতিবেদনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যে সিরিয়ার সরকারকে এই মাদকের উৎপাদন ও রফতানির জন্য অভিযুক্ত করেছে। সেনাবাহিনীর চতুর্থ ডিভিশনের প্রধান ও প্রেসিডেন্টের ভাই মাহের আল-আসাদকে এই চক্রের হোতা হিসেবে দায়ী করা হয়েছে।