সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীতে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। আজ (১৮ জুলাই) বিকেল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে অনুষ্ঠিত সমাবেশে দলের বিভিন্ন ইউনিটের হাজার হাজার নেতা-কর্মী যোগ দেন। বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও মহানগর আওয়ামী লীগের নেতারা। তারা বলেন, নির্বাচন পর্যন্ত যে কোন নৈরাজ্য প্রতিহত করবেন তারা।
পরে একটি বিশাল শোভাযাত্রা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে শুরু হয়ে শাহবাগ, এলিফ্যান্ট রোড হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে শেষ হয়।
এদিকে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো। চট্টগ্রাম পুরাতন রেলওয়েস্টশন চত্বরে সমাবেশ থেকে দেশের উন্নয়নে জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার পাশাপাশি বিএনপি ও জামায়াতের ষড়যন্ত্র রুখে দেয়ার আহবান জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী।
এছাড়াও সিলেট, সুনামগঞ্জ, পাবনা, বরগুনা, নাটোর ও কুমিল¬ায় আয়োজিত শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রায় ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা করার অঙ্গীকার করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।