রাজধানীর বিমানবন্দর এলাকায় বিআরটি প্রকল্পের কাজের জন্য সড়কের চার লেনের মধ্যে দু’টি বন্ধ থাকায় ছুটির দিন আজ (শুক্রবার) সকালেও এই এলাকায় যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে চলাচলকারীদের। যাদের মধ্যে রয়েছে বিদেশগামী ও বিদেশ থেকে আসা যাত্রীরা।

পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার (২৪শে নভেম্বর) মধ্যরাত থেকে বিআরটি প্রকল্পের কাজের জন্য বিমানবন্দর এলাকার সড়কের দুইটি লেন বন্ধ করে দেয়া হয়। রোববার (২৭শে নভেম্বর) ভোর পর্যন্ত বন্ধ থাকার কথা থাকলেও প্রকল্প সংশ্লিষ্টরা জানালেন, তার আগেই কাজ শেষ হবে।

বাস র‌্যাপিড ট্রানজিট-বিআরটি প্রকল্পের সড়ক উন্নয়ন কাজের জন্য বৃহস্পতিবার (২৪শে নভেম্বর) মধ্যরাত থেকে রাজধানীর বিমানবন্দর সড়কে চার লেনের মধ্যে দুটি বন্ধ রাখা হয়েছে। আগামী ২৭শে নভেম্বর সকাল ৬টা পর্যন্ত তা বন্ধ থাকবে। ব্যস্ত এই সড়কের দুটি লেন বন্ধ থাকায় তীব্র যানজট তৈরি হয়েছে। চরম দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রীরা। তবে বেশি ভোগান্তি হচ্ছে বিদেশগামী ও বিদেশ থেকে আসা যাত্রীদের।

ট্রাফিক পুলিশ বলছে, বিমানবন্দর সড়কের চার লেনের মধ্যে দু’টি লেনই বন্ধ থাকায় যানচলাচল স্বাভাবিক রাখতে বেগ পোহাতে হচ্ছে। তবে প্রকল্প সংশ্লিষ্টরা জানালেন, বিআরটি’র বেঁধে দেয়া সময়ের আগেই উন্নয়ন কাজ শেষ হবে।

বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত বিআরটি প্রকল্পের কাজ চলছে অনেকদিন ধরেই। এই কাজের জন্য যানজট নিত্যসঙ্গী হয়েছে এই সড়কে চলাচলকারীদের।