বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে এয়ারবাসের আরও দশটি উড়োজাহাজ যুক্ত করার প্রক্রিয়া চলছে। নতুন নতুন গন্তব্যে ডানা মেলবে বিমান- চলছে সে প্রস্তুতিও। এদিকে, বৈশ্বিক সংকটে ডলারের উচ্চমূল্যের কারণে খরচ কমাতে কৃচ্ছ্রতার পথ বেছে নিচ্ছে বিমান। একইসাথে বিভিন্ন খাতে আয় বাড়ানোর পদক্ষেপ নিয়েছে সংস্থাটি।

বৈশ্বিক সংকটে ডলারের উচ্চমূল্যের প্রভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যয়ের খাতা ভারি হচ্ছে প্রতিদিন। তাই এবার ব্যয় কমানোর পদক্ষেপ নিচ্ছে রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানটি। এর অংশ হিসেবে বিদেশে জিএসএ অফিসে লোকবল কমানো, পরিচালনা খরচ কমিয়ে বিদেশি মুদ্রা সাশ্রয়ে মনোযোগী হচ্ছে বিমান।

বিভিন্ন খাতে আয় বাড়ানোসহ মার্কেটিং ও প্রচারণা বাড়াতেও পদক্ষেপ নিচ্ছে সংস্থাটি।

নতুন নতুন গন্তব্যে ডানা মেলতে বিমানের বহরে এবার নতুন উড়োজাহাজ সংযোজনের উদ্যোগ নিচ্ছে সরকার। বোয়িং এর আধুনিক প্রজন্মের উড়োজাহাজের পর এবার বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের নতুন উড়োজাহাজ।

যাত্রী সেবার মান বাড়ানোর পাশাপাশি লাভের পথে হাঁটতে চায় সংস্থাটি।