পরিবার গঠনে তরুণদের উৎসাহিত করতে এক অভিনব ও বিশাল আর্থিক অনুদানের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের প্রখ্যাত শিল্পগোষ্ঠী আল হাবতুর গ্রুপ। দেশটির এই ধনকুবের এবং এই গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খালাফ আল হাবতুর তার প্রতিষ্ঠানের আমিরাতি কর্মীদের জন্য এই বিশেষ প্যাকেজ ঘোষণা করেছেন।
তারা জানিয়েছেন, গ্রুপে কর্মরত কোনো আমিরাতি নাগরিক বিয়ে করলে তাকে এককালীন ৫০ হাজার দিরহাম অনুদান দেওয়া হবে—যার বাংলাদেশি মূল্য প্রায় ১৬ লাখ টাকা। এ তথ্য জানিয়েছে খালিজ টাইমস।
এই উদ্যোগ শুধু বিয়ের অনুদানেই সীমাবদ্ধ নয়। বিয়ের পরবর্তী দুই বছরের মধ্যে দম্পতি সন্তান লাভ করলে সেই আর্থিক সহায়তার অঙ্ক দ্বিগুণ করে দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। অর্থাৎ পরিবার গঠনের ধারাবাহিকতায় কর্মীরা আরও বড় অঙ্কের সহায়তা পাবেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় খালাফ আল হাবতুর বলেন, বিবাহ ও পরিবার গঠন ব্যক্তিগত সিদ্ধান্তের গণ্ডি পেরিয়ে সামাজিক ও জাতীয় দায়িত্বের অংশ। তার মতে, টেকসই সমাজ এবং শক্তিশালী জাতি গঠনের ভিত্তি হলো স্থিতিশীল পারিবারিক কাঠামো।
তিনি আরও উল্লেখ করেন, সংযুক্ত আরব আমিরাত সরকার দীর্ঘদিন ধরেই তরুণদের পারিবারিক জীবন শুরু করতে বিভিন্ন সহায়তা দিয়ে আসছে। তবে নাগরিকদের ভবিষ্যৎ নিরাপত্তা ও সামাজিক সংহতি জোরদারে বেসরকারি খাতেরও বাস্তবভিত্তিক ভূমিকা রাখা জরুরি—এই ভাবনা থেকেই আল হাবতুর গ্রুপের এমন সিদ্ধান্ত।
বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের জনসংখ্যা প্রায় ১ কোটি ১৫ লাখ, যার মধ্যে স্থানীয় নাগরিক মাত্র ১৫ শতাংশ। জনসংখ্যার এই ভারসাম্য বজায় রাখতে এবং স্থানীয়দের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে।










