নির্বাচনকে সামনে রেখে একটি অশুভ চক্র হিন্দু সম্প্রদায়ের উপর হামলা চালিয়ে ভারতকে জানাতে চায় আওয়ামী লীগ এটা করেছে, তাদের বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকতে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, হিন্দুদের ওপর হামলা চালিয়ে আওয়ামী লীগের হাতে সংখ্যালঘুরা নিরাপদ নয়, এমন বার্তা দিতে চায় ওই অশুভ চক্র।
আজ রোববার (দোসরা অক্টোবর) সকালে রাজধানীর রামকৃষ্ণ মিশনে দুর্গাপূজা পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যারা হামলা চালায় তারা কোনো দলের নয়। তাদের পরিচয় দুর্বৃত্ত। এদের রুখতে দেশজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা সক্রিয় অবস্থানে রয়েছে।
বিরোধী দলকে ইঙ্গিত করে ওবায়দুল কাদের প্রশ্ন রাখেন, ভোট এলে হিন্দুদের দুয়ারে ভোট চাইতে গেলেও তাদের বিপদে কেন পাশে থাকে না? এসময় সনাতন ধর্মাবলম্বীদের ভয় না পাওয়ার কথাও বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এসব কাজ তারাই করে যারা হিন্দুদের বাড়িঘর দখল করে, জমি দখল করে, যেটা এতো বছর হল না, সহিংসতার ঘটনা ঘটল। শান্তিপূর্ণ, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। গত বছরের ঘটনা নিদারুণভাবে লজ্জা দিয়েছে। সে ব্যাপারে সতর্ক রয়েছি। সরকারি সংস্থার পাশাপাশি পার্টিও সতর্ক আছে।’
সকল দলকে দুর্গাপূজায় দায়িত্বশীল ভুমিকা পালন করার আহ্বান জানিয়ে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী বলেন, ‘আমরা আশা করি শান্তিপূর্ণ উৎসব হিসেবে দুর্গাপূজা পালিত হবে। এই কয়টা দিন সকলে মিলে দায়িত্বশীল ভূমিকা পালন করব। এটা শুধু আওয়ামী লীগ নয় সব দলের কর্তব্য। শুধু রাজনীতি করলে হবে না। আমরা ঈদ উৎসব করি, হিন্দুদের জন্যে এটা ঈদ উৎসবের মতো। নির্বাচনকে কেন্দ্র করে কেউ যদি গণ্ডগোল করে তাহলে ছাড় দেওয়া হবে না।’
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ দপ্তর সম্পাদক সায়েম খান, রমনা কালিমন্দিরের সভাপতি উৎপল সাহা, রমনা কালিমন্দির পুজা উদযাপন কমিটির আহ্বায় পলাশ হাজরা, সদস্য সচিব উৎপল বিশ্বাস এসময় উপস্থিত ছিলেন।