কাতার বিশ্বকাপের ‘জি’ গ্রুপের ম্যাচে সোমবার রাতে সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল। নিশ্চিত করেছে শেষ ষোলো। পাশাপাশি এর মধ্য দিয়ে বিশ্বকাপের গ্রুপ-পর্বে রেকর্ড ১৭ ম্যাচ অপরাজিত থাকার অনন্য রেকর্ড গড়েছে সেলেসাঁওরা। ব্রাজিল ছাড়া আর কোনো দলের টানা এতো ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড নেই।

সবশেষ ১৯৯৮ বিশ্বকাপে গ্রুপ-পর্বে হেরেছিল ব্রাজিল। সেবার গ্রুপ-পর্বের শেষ ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলের পরাজয় দেখতে হয় সেলেসাওদের। এরপর ২০০২, ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮ বিশ্বকাপে গ্রুপ-পর্বে ১৫ ম্যাচে অপরাজিত থাকে ব্রাজিল।

চলতি কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে সার্বিয়াকে হারিয়ে টানা ১৬ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড স্পর্শ করে তিতের দল। এবার সুইজারল্যান্ডকে হারিয়ে ছাড়িয়ে গেলো সবাইকে।

সোমবার রাতে স্টেডিয়াম ৯৭৪-এ সুইসদের বিপক্ষে জয়টা অবশ্য সহজ ছিল না ব্রাজিলের। পুরো ম্যাচ দাপট দেখিয়ে খেললেও গোল বের করতে পারছিল না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। শেষ পর্যন্ত ক্যাসেমিরোর একমাত্র গোলে জয় পায় তারা।

সুইজারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে এর আগে দুই ম্যাচ খেলে দুটিতেই ড্র করেছিল ব্রাজিল। ফলে এটি ছিল বিশ্বকাপে এই প্রতিপক্ষের বিপক্ষে প্রথম জয়। যে ম্যাচটিতে আবার চোটের কারণে খেলতে পারেননি নেইমার-দানিলোর মতো সেরা একাদশের দুই তারকা।