ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশের মেয়েরা। তাতে ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার সম্ভাবনা টিকে রইল নিগার সুলতানার দলের। বাংলাদেশ সময় শুক্রবার রাতে তিন ম্যাচের সিরিজের শেষে ম্যাচে জিতলেই নিউজিল্যান্ডকে বাছাইপর্বে ঠেলে বিশ্বকাপের টিকিট কাটবে বাংলাদেশ।

সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে বাংলাদেশের মেয়েরা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে ৬০ রানে। টসে হেরে ব্যাটিং পাওয়া বাংলাদেশ ৪৮.৫ ওভারে অলআউট হয় ১৮৪ রানে। এই রান নিয়েই দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে ৩৫ ওভারে ১২৪ রানে অলআউট করে দেয় বাংলাদেশ।

আগে ব্যাটিং করে বাংলাদেশ ১৮৪ রানের পুঁজি পায়। সর্বোচ্চ ৬৮ রান আসে জ্যোতির ব্যাট থেকে। সেই লক্ষ্য জবাব দিতে নেমে বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়ে উইন্ডিজের মেয়েরা। ফলে ৩৫ ওভারেই থেমে যায় স্বাগতিকদের যাত্রা মাত্র ১২৪ রানে।

উইন্ডিজরা লক্ষ্য তাড়া করতে নেমে তৃতীয় ওভারেই নিজেদের প্রথম উইকেট হারায়। মারুফার বলে উইকেটের পেছনে ক্যাচ দেন কিয়ানা জোসেফ। হেইলি ম্যাথিউসকে থামান নাহিদা। মারুফা আঘাতে আরও একটা উইকেট হারায় স্বাগতিকরা। দান্দেন্দ্র ডটিনকেও তুলে নেন তিনি।

আশা বাঁচিয়ে রাখা শেমাইন ক্যাম্পবেল ২৮ রান করে বোল্ড হন  নাহিদার বলে। এরপর মান্ডি মানগ্রুকেও তুলে নেন নাহিদা। ফলে ৭০ রানে ৬ উইকেট হারায় ক্যারিবিয়ানরা।

বাংলাদেশের হয়ে বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার ৩০ রানে ৩ উইকেট শিকার করেছেন। ২টি করে উইকেট পেয়েছেন দুই লেগ স্পিনার রাবেয়া খান ও ফাহিমা খাতুন ও পেসার মারুফা আক্তার।

এর আগে, স্বাগতিকদের আমন্ত্রণে ব্যাট করতে নেমে ৫৬ রানে ৩ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ।

সেই ধকল সামাল দেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মোস্তারি। তাদের ৫১ রানের জুটিতে কিছুটা ঘুরে দাঁড়ানোর রসদ পায় বাংলাদেশ।

তবে মোস্তারির পর ফাহিমা খাতুনও দ্রুত ফিরে গেলে অধিনায়ক জ্যোতি এগোতে থাকেন স্বর্ণা আক্তারকে নিয়ে। স্বর্ণা ২১ রান করে সাজঘরে ফিরলেও দলকে লড়াইয়ের পুঁজি এনে দিতে হাল ধরে রাখেন জ্যোতি।

ম্যাচের ৪৯তম ওভারে আউট হওয়ার আগে ৭ চারে ৬৮ রান করেন বাংলাদেশের অধিনায়ক। তিনি আউট হওয়ার পর আর কোন রান যোগ হয়নি, তবে তাতেই মিলে যায় জয়ের ভিত। তবে তাতেই জয়ের ভিত হয়ে যায় সফরকারীদের।