বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে বিশ্বকাপ ক্রিকেট ট্রফি এখন বাংলাদেশে। তিন দিনের বাংলাদেশ সফরের প্রথম দিন বিকেলে দেশের গর্বের প্রতীক পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ট্রফি নিয়ে ফটোসেশন করা হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৪টা নাগাদ পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ১ নম্বর পিলারের পাশে একদিনের বিশ্বকাপ ট্রফি নিয়ে ফটোসেশন করা হয়।
সোমবার বিকাল ৩টার দিকে হেলিকপ্টারে করে আইসিসি বিশ্বকাপ ট্রফি মাওয়া প্রান্তে পদ্মা সেতু প্রকল্পের ১ নম্বর সার্ভিস এরিয়ায় নেওয়ার কথা ছিল। তবে বৈরী আবহাওয়ার কারণে সড়কপথে বিকাল সাড়ে ৪টার দিকে ট্রফি নিয়ে আসা হয় পদ্মা সেতুর ১ নম্বর পিলার সংলগ্ন এলাকায়।
সেখানে প্রমত্তা পদ্মার তীরে স্বপ্নের পদ্মা সেতুকে ঘিরে চলে আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বকাপের অফিসিয়াল ফটোসেশন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন আইসিসি ও বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ সময় পদ্মা সেতুর মাওয়া প্রান্তে উৎসবের আমেজ বিরাজ করে।
আগামীকাল মঙ্গলবার সকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রাখা হবে বিশ্বকাপ ট্রফি। সেখানে জাতীয় দলের বর্তমান ও সাবেক খেলোয়াড়রা ট্রফি কাছ থেকে দেখা ও ছবি তোলার সুযোগ পাবেন। বিসিবির পরিচালকরাও ট্রফি নিয়ে ছবি তুলতে পারবেন আগামীকাল।
৯ই আগস্ট বুধবার সকাল থেকে ক্রিকেট অনুরাগীদের জন্য বিশ্বকাপ ট্রফি রাখা হবে বসুন্ধরা শপিং কমপে¬ক্সে। সেখানে একটি নির্দিষ্ট দূরত্ব থেকে ট্রফি দেখা ও ছবি তোলার সুযোগ পাবে ক্রিকেটপ্রেমীরা। ওই দিন রাতেই বিশ্বকাপ ট্রফি বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া হবে।