অধরা বিশ্বকাপ কাতারে ধরা দিল লিওনেল মেসির হাতে। শুধু বিশ্বকাপই জিতলেন না আর্জেন্টাইন তারকা, ভাঙলেন একের পর এক রেকর্ড।
ফ্রান্সের বিপক্ষে ফাইনালে পেনাল্টি থেকে প্রথম গোলের পরই ইতিহাসে নাম ঢুকে গেছে তার। প্রথম ফুটবলার হিসেবে এক আসরে গ্রুপ পর্ব, শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালে গোল করার কীর্তি গড়েছেন।
বিশ্বকাপে সর্বোচ্চ ২৫টি ম্যাচ খেলার রেকর্ড ছিল জার্মানির লোথার ম্যাথাউসের। সেমিফাইনালেই ম্যাথাউসকে ছুঁয়ে ফেলেছিলেন মেসি। এবার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে নামার পরই মেসির নামের পাশে যোগ হলো ২৬ ম্যাচ। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড এখন মেসির দখলে।
এবারের বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মেসি। তার হাতে উঠেছে গোল্ডেন বল। এর আগে ২০১৪ সালেও গোল্ডেন বল জেতেন মেসি। তাতেই সৃষ্টি হয়েছে নতুন ইতিহাসের। বিশ্বকাপ ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে জিতেছেন দুইটি গোল্ডেন বলের পুরস্কার।
বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি সময় (মিনিট) খেলার রেকর্ড ছিল ইতালিয়ান কিংবদন্তি পাওলো মালদিনির। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ২২১৭ মিনিট খেলেছিলেন। ফ্রান্সের বিপক্ষে ২৪ মিনিট খেলার পরেই মালদিনির রেকর্ড পার হয়ে যান আর্জেন্টাইন অধিনায়ক।
বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ গোল করার রেকর্ড এখন মেসির দখলে। ৩৫ বছর বয়সী এ তারকা এবারের বিশ্বকাপে করেছেন সাত গোল।
বিশ্বকাপের পাঁচ আসরে অ্যাসিস্ট করা প্রথম খেলোয়াড় এখন মেসি।
পাঁচ বিশ্বকাপ খেলা মেসি মোট গোল করেছেন ১৩টি, সাথে আছে ৮ অ্যাসিস্ট। তার চেয়ে বেশি গোলে অবদান নেই আর কারো।
ফ্রান্সের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করেই পেলের রেকর্ড ছুঁয়ে ফেলেন মেসি। আর অতিরিক্ত সময়ের গোলে বিশ্বকাপে ব্রাজিলিয়ান কিংবদন্তির ১২ গোলের রেকর্ড ছাপিয়ে যান।