আসছে ভালোবাসা দিবস। ভালোবাসা দিবসে প্রিয়জনকে গোলাপ উপহার দেন সকলেই। গোলাপের দাম সাধারণত ৫, ১০ টাকা হয়ে থাকে। বিশেষ কোনো দিনে দাম হয় ১০০ থেকে ২০০ টাকা। কিন্তু পৃথিবীতে এমন গোলাপ আছে যার মূল্য হিরের নেকলেসের চেয়েও বেশি। চলুন জেনে নিই গোলাপের মূল্যের কারণ এবং বিশেষত্ব।
জুলিয়েট রোজ
সবচেয়ে দামি গোলাপ জুলিয়েট রোজ। এর দাম সাধারণ মানুষ তো বটেই, অনেক উচ্চবিত্তেরও সাধ্যের বাহিরে। এই গোলাপের চাষও বেশ কঠিন। এর দাম ১১২ কোটি টাকা।
এই গোলাপ চাষে খরচ প্রায় ৯০ কোটি টাকা। ২০০৬ সালে প্রথম এই গোলাপ প্রকাশ্যে আসে। সময়ের সঙ্গে চাষের খরচ কমেছে। কিন্তু এখনও এর মূল্য ৩ কোটি টাকা এসে দাঁড়িয়েছে।
অস্টিন নামের এক ব্যক্তি জুলিয়েট গোলাপের চাষ শুরু করেন। বিভিন্ন জাতের গোলাপের মিশ্রণে এই নতুন ধরনের ফুল তৈরি করেন। গোলাপের নামকরণ করেন উইলিয়াম শেক্সপিয়ারের রোমিও জুলিয়েট নাটক থেকে। এই গোলাপটি জন্মাতে সময় প্রায় ১৫ বছর লাগে।
কাদুপুল ফুল
দামি গোলাপের তালিকার শীর্ষে আছে কাদুপুল ফুল। বছরে একবার এবং শুধুমাত্র রাতে ফোটে এই ফুল। একে ভৌতিক ফুলও বলা হয়। শুধুমাত্র শ্রীলঙ্কায় এই ফুল পাওয়া যায়। এর ফুলের দাম নির্ধারণ করা যায়নি।
রথস চাইল্ড স্লিপার অর্কিড
রথস চাইল্ড স্লিপার অর্কিড ফুল জন্মাতে কয়েক বছর সময় লাগে। এর দাম লক্ষ টাকা। ১৯৮৭ সালে মালয়েশিয়ার কিনাবালু ন্যাশনাল পার্কে প্রথম এই ফুল দেখা যায়। একমাত্র এই জায়গাতেই এই ফুল ফোটে। এটি ‘গোল্ড অফ কিনাবালু অর্কিড’ নামেও পরিচিত।
শেনজেন নঙ্গকে অর্কিড
বিক্রি হওয়া সবচেয়ে দামি ফুল শেনজেন নঙ্গকে অর্কিড। ২০০৫ সালে নিলামে এই ফুলের দাম উঠেছিল সর্বোচ্চ ২ লাখ ৯০ হাজার ডলার। চীনের কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞানীরা প্রথম শেনজেন নঙ্গকের চাষ করেছিলেন। তারা প্রায় আট বছর ধরে এ নিয়ে কাজ করেছিলেন। এই ফুল ফুটতে চার থেকে পাঁচ বছর সময় লাগে।