সুউচ্চ হোটেল নির্মাণে এবার নিজেদেরই পুরোনো রেকর্ড ভাঙ্গতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের শহর দুবাই। ‘সিইল’ নামে বিশ্বের সবচেয়ে উঁচু হোটেল তৈরি হচ্ছে সেখানে। ৮২ তলাবিশিষ্ট বিলাসবহুল এই হোটেলের উচ্চতা হবে ৩৬৫ মিটার, যা দুবাইয়ে অবস্থিত বিশ্বের উচ্চতম ‘গেভোরা হোটেল’ থেকেও ১০ মিটার উঁচু। অত্যাধুনিক এই হোটেলে এক হাজারের বেশি গেস্টরুম, শতাধিক স্যুইট, একটি পানশালা ও সুইমিংপুল থাকবে। থাকবে একটি গ্লাস পর্যবেক্ষক ডেক, যেখান থেকে ভবনটির চারপাশে ৩৬০ ডিগ্রি দৃশ্য দেখতে পারবেন অতিথিরা।

সুউচ্চ ভবন নির্মাণের ক্ষেত্রে বিশ্বের অন্যান্য অনেক শহর থেকে এগিয়ে সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই। এবার এই শহরে মাথা তুলে দাঁড়াতে যাচ্ছে বিশ্বের সবচে উঁচু হোটেল ‘সিইল’। এটি দুবাইয়ের আবাসিক শহর ‘দুবাই মেরিনা’তে তৈরী করা হচ্ছে।

সিইলের নকশা প্রস্তুতকারী প্রতিষ্ঠান এনওআরআর জানিয়েছে, হোটেলটিতে মোট ১ হাজার ৪২টি গেস্টরুম এবং ১৫০টি স্যুইট থাকবে। সেইসাথে থাকবে ডাইনিং স্পট, সানডেক, জিম এবং স্পা এর ব্যবস্থাও। এর ৭৬ তলায় থাকবে পানশালা, আর ছাদে সুইমিং পুল।

সৌন্দর্য্যপিপাসুদের জন্য হোটেলটির ৮১ তলায় তৈরী করা হবে একটি গ্লাস পর্যবেক্ষণ ডেক। সেখান থেকে ৩৬০ ডিগ্রি ভিউতে ‘দুবাই মেরিনা’ শহরের দিগন্ত রেখা, পাম জুমেইরাহ ও আরব সাগরের সৌন্দর্য্য উপভোগ করতে পারবেন অতিথিরা।

আন্তর্জাতিক ভবন নির্মাণকারী প্রতিষ্ঠান ফার্স্ট গ্রুপ জানিয়েছে, ৮২ তলাবিশিষ্ট ৩৬৫ মিটার উঁচু এই হোটেলটির ৫২টি তলার নির্মাণকাজ এরইমধ্যে সম্পন্ন হয়েছে। ২০২৪ সালের মার্চে এর নির্মাণকাজ শেষ হবে। বিলাসবহুল এই হোটেলের অনন্য নকশা এবং অত্যাধুনিক সব সুযোগ-সুবিধা অতিথিদের এক রোমাঞ্চকর অভিজ্ঞতা দেবে বলে আশাবাদী নির্মাণকারী প্রতিষ্ঠানটি।

বর্তমানে দুবাইয়ের সবচেয়ে উঁচু হোটেলের নাম ‘গেভোরা হোটেল’। এর উচ্চতা ৩৫৫ মিটার। যা সিইল থেকে উচ্চতায় ১০ মিটার ছোট।