বিশ্বজুড়ে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে এক হাজার ৬৬৬ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৫ লাখ ১৪ হাজার ৪৫৬ জনে। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৮৯ হাজার ৪৯৮ জন। এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ কোটি ২৯ লাখ ৮৩ হাজার ৩১৩ জনে। এসময়ে ভাইরাসটি থেকে সেরে উঠেছেন ৭ লাখ ২৮ হাজার ৭৮৬ জন।

শনিবার (১০ই সেপ্টেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া গেছে এ তথ্য।

এদিকে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩১৭ জনের মৃত্যু হয়েছে। এসময়ে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৫০ হাজার ৬৬২ জন। গত ২৪ ঘণ্টায় জাপানে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১২ হাজার ৪০৭ জন এবং মারা গেছেন ২৬১ জন।

একই সময়ে দক্ষিণ কোরিয়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৯ হাজার ৩৮৯ জন এবং মারা গেছেন ৬৮ জন। লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮২ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ১৪ হাজার ১ জন। অপরদিকে

ফ্রান্সে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৮৭ জন এবং মারা গেছেন ৩১ জন।

ইতালিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৫৪২ জন এবং মারা গেছেন ৫৯ জন। রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৬ জন এবং নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৫২ হাজার ১০৬ জন।

এছাড়া জার্মানিতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩০ হাজার ১৬৬ জন এবং মারা গেছেন ৮২ জন। অস্ট্রেলিয়ায় করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ১৫১ জনের এবং মৃত্যু হয়েছে ১৩৩ জনের।