প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বে নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞার রাজনীতি বন্ধ করতে হবে। দক্ষিণ আফ্রিকা সফর ও ১৫তম ব্রিকস সম্মেলন নিয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, সফরের সময় বিশ্ব নেতাদের প্রতি নিষেধাজ্ঞার রাজনীতি বন্ধের আহবান জানিয়েছেন। অসম নীতি চাপিয়ে না দেয়ার অনুরোধও করেছেন।

আজ (সোমবার) বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের সামনে লিখিত বক্তব্যে সফরের নানা বিষয় তুলে ধরেন প্রধানমন্ত্রী।

লিখিত বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, নিউ ডেভেলপমেন্টে ব্যাংকের সদস্য হিসেবে বাংলাদেশের পক্ষ হতে নেতৃত্ব দেওয়ার জন্য আমাকে এ আমন্ত্রণ জানানো হয়। এছাড়া  বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) কর্তৃক যৌথভাবে আয়োজিত ‘বাংলাদেশ ট্রেড অ্যান্ড বিজনেস সামিট’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দেই।

এসময় দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তাঁদের বাংলাদেশে বিনিয়োগ করার জন্য আহ্বানও জানানো হয়েছে।

বাংলাদেশের ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে পরিণত হওয়ার এবং ২০৪১ সালের মধ্যে একটি স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হওয়ার জন্য বাংলাদেশের যে অভিযাত্রা, সেখানে তাদের সম্পৃক্ত হওয়ারও আহ্বান জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে ব্রিকস সদস্যপদ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, চাইলে পাবো না, সে অবস্থা না। প্রত্যেক কাজেরই একটা নিয়ম থাকে। আমরা সেটা মেনে চলি।

প্রধানমন্ত্রী বলেন, তারা আমাদের আগে থেকেই জানিয়েছেন, তারা ধাপে ধাপে নেবেন। পরে সদস্য সংখ্যা বাড়াবেন। আমরা জোর দিয়েছি, নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের বিষয়ে।

তিনি বলেন, বাংলাদেশ কিছু চেয়ে পাবে না, সে অবস্থায় নাই। আমরা এখন বিশ্বে বাংলাদেশকে মর্যাদার অবস্থানে নিয়ে গেছি। তারাও জানে, বাংলাদেশ এখন ভিক্ষা চাওয়ার মতো দেশ না। বিরোধীদের মধ্যে হতাশা আছে।