বিশ্বে দূষিত শহরের তালিকায় ফের শীর্ষে উঠে এসেছে ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউ এয়ারের সূচক অনুযায়ী আজ (শনিবার) সকালে ঢাকায় বাতাসের মান ছিল ২৮৫।

ঢাকার পরে দ্বিতীয় দূষিত শহর ইরাকের রাজধানী বাগদাদ। শহরটির একিউআই স্কোর ২৪৬। ২২২ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ভারতের কলকাতা। চতুর্থ স্থানে ভারতের দিল্লি, স্কোর ২১৮।

সাধারণত ৫ ধরণের দূষণের ওপর ভিত্তি করে একিউআই স্কোর নির্ধারিত হয়। অতিক্ষুদ্র বস্তুকণা পিএম ১০ এবং পিএম ২, কার্বন ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড, সালফার অক্সাইড এবং ওজন। একিউআই স্কোর ১০১ থেকে ২০০ এর মধ্যে থাকলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।

বিশেষজ্ঞরা বলছেন, ক্ষুদ্রাতিক্ষুদ্র ধূলিকণাসহ ছয় ধরনের পদার্থ এবং গ্যাসের কারণে ঢাকা দূষণের শীর্ষে চলে গেছে। এর মধ্যে শিল্পকারখানার ধোয়া, রাস্তা নির্মাণ ও মেরামত, ভবন নির্মাণ ও মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে কার্যক্রম এসব কারণে বাতাসে দূষণের মাত্রা বাড়ছে।