তিনটি বৃহত্তম অর্থনৈতিক অঞ্চলে স্থবিরতা এবং মূল্যস্ফীতি পূর্বাভাসের চেয়ে বেশি হওয়ার কারণে বিশ্ব অর্থনীতি শিগগিরই মন্দার দ্বারপ্রান্তে গিয়ে পড়বে বলে সতর্কবার্তা দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

ওয়ার্ল্ড ইকোনোমিক আউটলুক (ডব্লিউইও) গত এপ্রিলে যে পূর্বাভাস দিয়েছিল আইএমএফ তাদের নতুন পূর্বাভাসে ২০২২ ও ২০২৩ সালের প্রবৃদ্ধি কম হতে পারে বলে জানিয়েছে।

করোনার ধাক্কা কাটিয়ে ২০২১ সালে যখন বিশ্ব অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করেছিল তখন ২০২২ সালে এসে ফের ধাক্কা খেল। করোনার সঙ্গে এখন নতুন নতুন শঙ্কা যুক্ত হয়েছে। বিশ্ব জুড়েই মূল্যস্ফীতি বেড়েছে।

শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেই নয়, ইউরোপ জুড়েই চলছে উচ্চ মূল্যস্ফীতি। পরিস্থিতি মোকাবিলায় আর্থিক খাতে সংকোচনের পথে হাঁটছে দেশগুলো। ফলে ধারণার চেয়েও খারাপ পরিস্থিতির দিকে যাচ্ছে বিশ্ব। গত বছর বিশ্ব অর্থনীতি ৬ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধি দেখলেও এবার সেটি ৩ দশমিক ২ শতাংশে নেমে আসবে বলে পূর্বাভাস দিল সংস্থাটি।

গতকাল মঙ্গলবার (২৬শে জুলাই) এই পূর্বাভাস প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে করোনার নতুন সংক্রমণ রোধে চীনে লকডাউনের মতো কড়াকড়ি আরোপ, ইউক্রেন যুদ্ধের নেতিবাচক প্রভাব, উচ্চ মূল্যস্ফীতি এ বছর বিশ্ব অর্থনীতির জন্য নতুন শঙ্কা তৈরি করেছে। ধারণা করা হচ্ছে আগামী বছর বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি আরো কমে ২ দশমিক ৯ শতাংশে নেমে আসতে পারে।