গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের ২য় দিন আজ শনিবার (১০ ফেব্রুয়ারি)। ময়দানে জিকিরে ও বয়ানে মশগুল রয়েছেন মুসল্লিরা। ভোরে ফজরের নামাজের পর চলছে ধর্মীয় বয়ান। ফজরের পরে বয়ান করছেন ভারতের মাওলানা সাঈদ বিন সাদ। বাংলা তরজমা করছেন মুফতি ওসামা ইসলাম। আসরের নামাজের পর অনুষ্ঠিত হবে যৌতুক বিহীন গণবিয়ে।

আগামীকাল রোববার সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে শুরু হবে আখেরি মোনাজাত। আর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে সাদপন্থীদের তাবলীগ জামাতের এবারের বিশ্ব ইজতেমা।

আজ তালিমে হালকা মোয়ালে­মদের নিয়ে বয়ান করবেন মাওলানা আব্দুল আজিম। ইজতেমায় তাবলীগ-জামাতের নানা আনুষ্ঠানিকতা ছাড়াও মূল বয়ান মঞ্চের পাশে অনুষ্ঠিত হবে গণবিয়ে। আসরের নামাজের পর অনুষ্ঠিত হবে যৌতুক বিহীন গণবিয়ে।

এদিকে, ইজতেমায় আগতদের নিরাপত্তা নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। মাঠ ঘিরে আছে পুলিশ,  র‌্যাব, বিজিবি ও আনসার সদস্যরা। আইনশৃঙ্খখলা রক্ষাকারী বাহিনীর ১৫ হাজার সদস্য ময়দানের ভেতরে ও বাইরে কাজ করছে।

এছাড়া, সিসিটিভি ও ওয়াচ টাওয়ার দিয়ে পুরো এলাকা পর্যবেক্ষণ করা হচ্ছে। এছাড়া জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের লোকজন সমন্বিতভাবে কাজ করছেন।