বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেয়েছে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। বিবিসি, রয়টার্স, আল জাজিরা, সিএনএন, এপিসহ বিশ্বের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলোতে উঠে এসেছে বাংলাদেশের নির্বাচনের খবর। লাইভ রিপোর্টও প্রকাশ করেছে অনেকে। উৎসাহ উদ্দীপনায় নাগরিকদের ভোট দেয়া থেকে শুরু করে বিভিন্ন ভোটকেন্দ্রে সংগঠিত বিচ্ছিন্ন ঘটনাগুলোও উঠে এসেছে তাদের প্রতিবেদনে।

বাংলাদেশের দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে আগে থেকেই সরব ছিলো বিশ্বের শীর্ষ গণমাধ্যমগুলো। রোববার অনুষ্ঠিত এই নির্বাচন নিয়ে সেইসব গণমাধ্যমে প্রকাশিত সংবাদে শেখ হাসিনার ভোট দেয়া ও বিরোধীদের ভোট বর্জনের বিষয় উঠে আসে। রয়টার্স, আল-জাজিরা, সিএনএন, দ্য গার্ডিয়ান, এএফপি, টাইমস অব ইন্ডিয়াসহ বিশ্বের প্রভাবশালী গণমাধ্যমগুলো বাংলাদেশের নির্বাচন নিয়ে গুরুত্ব সহকারে সংবাদ প্রকাশ করছে।

‘ভোট বর্জন করেছে বিরোধী দল’ এই শিরোনামে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা বাংলাদেশের নির্বাচন নিয়ে লাইভ আপডেট দিচ্ছে। মার্কিন গণমাধ্যম সিএনএন বলছে,বিরোধী দলের বর্জন করা এই ভোটে জয়ী হয়ে বিশ্বের সবচেয়ে দীর্ঘ মেয়াদে ক্ষমতায় যাওয়া নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন শেখ হাসিনা।

ব্রিটেনভিত্তিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান বলছে, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পঞ্চম মেয়াদে ক্ষমতায় বসানোর নিশ্চয়তায় ভোট দেবে জনগণ’। এদিকে, বিবিসি নিউজ কয়েক দিন ধরে দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে প্রতিবেদন করলেও এখনও পর্যন্ত ভোটগ্রহণ নিয়ে কোনো প্রতিবেদন করেনি। তবে ভোটকেন্দ্রে আগুন নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সম্প্রচার মাধ্যমটি।

রয়টার্স বলছে, বিরোধীদের বয়কটের মধ্যে চলছে ভোট। এর মাধ্যমে টানা চতুর্থবারের মতো ক্ষমতায় আসার জন্য প্রস্তুত শেখ হাসিনা।এছাড়া, ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে, ‘শেখ হাসিনা আবারও জয়ী হতে চলেছেন’। বাংলাদেশের নির্বাচনের সংবাদ প্রকাশ করেছে ভয়েজ অব আমেরিকা, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, আনন্দবাজার, এনডিটিভি, আরব নিউজ, আল আরাবিয়াসহ বিশ্বের প্রায় সব আন্তর্জাতিক গণমাধ্যম।