যুদ্ধে ইউক্রেনকে সমর্থন করায় পশ্চিমাদের ওপর নব্য-ঔপনিবেশিকতার অভিযোগ তুলেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। জাতিসংঘের ৭৮তম অধিবেশনের সাধারণ বিতর্কে দেয়া ভাষণে তিনি বলেন, পশ্চিমরা মিথ্যার সাম্রাজ্য গড়ে তুলছে। বিশ্ব, পশ্চিমাদের দ্বারা প্রতারিত হচ্ছে বলেও অভিযোগ তার।
এ সময় ল্যাভরভ আরও বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইউক্রেন- রাশিয়া যুদ্ধকে আরও উস্কে দিচ্ছে। যুক্তরাষ্ট্র বিশ্বকে তাদের নিজস্ব আত্মকেন্দ্রিক নিয়ম অনুযায়ী চালানোর চেষ্টা করছে বলেও অভিযোগ তার।
ভাষণ শেষে এক সংবাদ সম্মেলনে ল্যাভরভ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দেয়া ১০ দফা প্রস্তাব প্রত্যাখান করেন। সেইসাথে কৃষ্ণসাগর দিয়ে শস্য চুক্তি পুনরায় করার জন্য জাতিসংঘের সর্বশেষ প্রস্তাবনাও প্রত্যাখ্যান করেন তিনি।