মিরপুরে ম্যাচ শুরুর আগেও হানা দিয়েছিল বৃষ্টি। তবে টসের পর নির্ধারিত সময়েই মাঠে গড়ায় খেলা। এরপর খেলার মাঝে আরও দুই দফা বৃষ্টি হানে। ফলে ডার্ক লুইস পদ্ধতিতেও খেলা চালিয়ে যাওয়া আর সম্ভব হয়নি। শেষ পর্যন্ত বৃষ্টির নাটকীয়তায় পরিত্যক্ত হলো বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচ।
বৃষ্টির বাধায় আজ দফায় দফায় বিঘ্নিত হয়েছে খেলা। ৪ ওভার খেলা হওয়ার পরই নামে বৃষ্টি। খেলার সীমা নির্ধারিত হয় ৪২ ওভার করে। বৃষ্টির পর খেলা শুরু করতে গিয়ে সুবিধাজনক অবস্থানেই ছিলো বাংলাদেশ। মাত্র ১৩ রানের মধ্যে নিউজিল্যান্ড টপ অর্ডারের দুই ব্যাটারকে সাজঘরে পাঠিয়ে দেন পেসার মোস্তাফিজুর রহমান।
কিন্তু এরপরই ঘুরে দাঁড়ায় কিউইরা। উইল ইয়ং এবং হেনরি নিকোলসের ৮৭ রানের জুটির ওপর ভর করে বড় স্কোর গড়ারই ইঙ্গিত দিচ্ছিলো নিউজিল্যান্ড। অর্ধ শতকের দেখা পান উইল ইয়ং। তবে আবারও আঘাত হানেন মোস্তাফিজ। হেনরি নিকোলসকে ব্যক্তিগত ৪৪ রানে ফিরিয়ে দেন।
এরপর ৯১ বলে ৫৮ রান করে নাসুম আহমেদের বলে স্ট্যাম্পিং এর শিকার হয়ে গ্যালারিতে ফিরে যান উইল ইয়ং। এক বল বিরতি দিয়ে রাচিন রবিন্দ্রের উইকেট তুলে নেন নাসুম।
আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। দীর্ঘ দিন পর এই ম্যাচ দিয়ে দলে ফিরেছেন দুই অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল ও মাহমুদউলাহ রিয়াদ। দুই ফাস্ট বোলার মোস্তাফিজ ও তানজিম হাসান সকিবকে নিয়ে বাংলাদেশ দল একাদশ সাজিয়েছে। বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে দু’দল এই সিরিজ খেলছে।