বৃষ্টিতে ভেস্তে গেলো মাউন্ট মঙ্গানুইয়ে বাংলাদেশ-নিউজিল্যান্ড এর মধ্যকার টি- টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচটি। গতকাল রাত থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি ছিল মাউন্ট মঙ্গানুইয়ে। তবে আজ দুপুরের দিকে এসে কিছুটা থেমেছিল বৃষ্টি। তাই নির্ধারিত সময়েই খেলা শুরু হয়েছিল। তবে, ১১তম ওভারের খেলা চলাকালে ম্যাচে হানা দেয় বৃষ্টি। ফলে খেলা বন্ধ করতে বাধ্য হন আম্পায়াররা। এরপর ঘণ্টা খানেকেরও বেশি সময় পেরিয়ে গেলেও বৃষ্টি থামেনি। ফলে আম্পায়াররা খেলা পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হয়েছেন।
বৃষ্টিতে ভেসে যাওয়ার আগে ১১ ওভার ব্যাটিং করে ২ উইকেটে ৭২ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। ড্যারিল মিচেল ২৪ বলে ১৮ এবং গ্লেন ফিলিপস ১৪ বলে ৯ অপরাজিত ছিলেন।
মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ড। কিউইদের হয়ে আজ ওপেনিংয়ে নামেন ফিন অ্যালেন, টিম সেফার্ট। এই দুই ওপেনার প্রথম ওভারে তুলে নেন ৭ রান। তবে এই জুটিকে বেশিদূর এগোতে দেননি আগের ম্যাচে তিনি উইকেট তুলে নেওয়া পেসার শরিফুল ইসলাম।
শরিফুলের বলে এক্সট্রা কাভারে রিশাদ হোসেনের হাতে ক্যাচ তুলে দেন ফিন অ্যালেন। আউট হওয়ার আগে করেন ৫ বলে ২ রান। তার বিদায়ে ৯ রানেই প্রথম উইকেট হারায় কিউইরা।
৯ রানে প্রথম উইকেট হারানোর পর ড্যারিল মিচেলকে নিয়ে জুটি গড়েন টিম সেফার্ট। এই জুটিতে ভর করে প্রথম পাওয়ার প্লেতে ৫৪ রান তুলে নেয় নিউজিল্যান্ড।
ক্রমেই বাংলাদেশের জন্য ভয়ঙ্কর হয়ে উঠছিল এই জুটি। অবশেষে এই জুটি ভাঙলেন তানজিম হাসান সাকিব।
সাকিবের বলে ওয়াইড মিড অফে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান অর্ধশতকের দ্বারপ্রান্তে থাকা টিম সেফার্ট। আউট হওয়ার তিনি করেন ২৩ বলে ৪৩ রান।
৫৮ রানে ২ উইকেট হারানোর পর জুটি গড়েন ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপস। ১১ ওভারে ২ উইকেট হারিয়ে ৭২ রান তোলার পরেই শুরু হয় বৃষ্টি। যার ফলে বন্ধ রাখা হয় খেলা। এক ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গেলেও বৃষ্টি থামেনি। ফলে আম্পায়াররা খেলা পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হয়েছেন।