চৈত্রের ভারি বর্ষণে ভিজেছে রাজধানী ঢাকা। সকাল থেকেই আকাশ মেঘলা, কোথাও কোথাও গুড়িগুড়ি বৃষ্টি। তবে বেলা ১১টার দিকে ঝুম বৃষ্টি নামে ঢাকায়। অল্প সময়ে ঢাকায় ১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে এবং ঝড়ো হাওয়ারও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ঢাকার আকাশ আজ (রোববার) সকাল থেকেই মেঘে ঢেকে ছিল। সকাল ৮টার দিকে অনেক এলাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি ঝড়ায়  সেই মেঘ। তবে, বেলা ১১টার দিকে ঝুম বৃষ্টি নামে। অল্প সময়ের সেই বৃষ্টিতে স্বস্তির সাথে ভোগান্তিও নামে রাজধানীতে। সড়কে বাড়ে যানজট।

হঠাৎ বৃষ্টিতে পথে থাকা মানুষ আশ্রয় নেয় সড়কের পাশের ছাউনি আর দোকানে।

আবহাওয়া অফিস বলছে, দেশের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে। আর আগামী ২৪ ঘণ্টা বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। সঙ্গে কালবৈশাখী ঝড়ের সতর্কতাও দিয়েছে।

নেত্রকোনায় সর্বোচ্চ ৪০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আর ঢাকায় বৃষ্টিপাত রেকড করা হয়েছে ১২ মিলিমিটার।

রোববার ঢাকায় বৃষ্টি নামতে পারে, সে পূর্বাভাস গতকালই দিয়েছিল আবহাওয়া অফিস।