অবৈধ সম্পদ অর্জনের মামলায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী জোবায়দা রহমানকে সাজা দেওয়ায় প্রতিবাদে বিএনপির সমাবেশ শুরু হয়েছে। বৃষ্টি উপেক্ষা করেই নয়াপল্টনে জড়ো হয়েছেন দলটির নেতাকর্মীরা।

পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার (চৌঠা আগস্ট) দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালযয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু মুষলধারে বৃষ্টির কারণে এক ঘন্টা পর শুরু হয় সমাবেশ।

দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে দেখা যায়, প্রতিবাদ সমাবেশে যোগ দিতে বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকেই নেতাকর্মীরা জড়ো হচ্ছেন। এ সময় বিএনপি নেতাকর্মীদের সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায়।

সমাবেশের সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমাবেশে অংশ নিয়েছেন বিএনপির ঢাকা ও আশেপাশের জেলার নেতাকর্মীরা। তবে বৃষ্টির কারণে সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি কম।