আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে ভারী তুষারপাতে এখন পর্যন্ত ৩৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৩০ জন। এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো।
আফগানিস্তানের তালেবান সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র জানান সায়েকের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো জানায়, তুষারপাতের কারণে দেশটির বিভিন্ন প্রদেশের সড়ক ও মহাসড়কগুলো আটকে গেছে। এছাড়া মানুষজনের প্রাণহানির পাশাপাশি কয়েক হাজার পশুপাখিরও মৃত্যু হয়েছে।
এই দূর্যোগপূর্ণ আবহাওয়ায় ব্যাপক আর্থিক ক্ষতির আশংকা করা হচ্ছে। আবহাওয়াবিদরা জানিয়েছে, তুষারপাতের জন্য সৃষ্ট বিপর্যয় মোকাবিলায় পর্যাপ্ত প্রস্তুতি না থাকায় এত হতাহত ও প্রাণহানির ঘটনা ঘটছে।
এদিকে, আফগানিস্তানের প্রতিবেশী দেশ পাকিস্তানেও অতিবৃষ্টি ও তুষারপাতে প্রাণহানির ঘটনা ঘটছে। মহাসড়ক বন্ধ হয়ে যাওয়ায় দেশটির অনেক অঞ্চল এখনো বিচ্ছিন্ন হয়ে আছে।