অতি বৃষ্টি ও জলবদ্ধতার কারণে আগামীকাল (মঙ্গলবার, ৮ই আগস্ট) চট্টগ্রাম মহানগরীতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণী কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ (সোমবার, ৭ই আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের জানান, অতিরিক্ত বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে আগামীকাল ৮ আগস্ট শুধু চট্টগ্রাম মহানগরীর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।
টানা চতুর্থ দিনের মতো ভারী বৃষ্টির কারণে পানিতে তলিয়ে গেছে চট্টগ্রাম মহানগরীর অনেক এলাকা। বিভিন্ন এলাকার রাস্তাঘাট, অলিগলি ও ঘরবাড়ি পানিতে তলিয়ে রয়েছে। গত বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টিপাত শুরু হলে, শুক্রবার চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ওই দিন রাতের দিকে পানি নেমে গেলেও পরদিন শনিবার ভারী বর্ষণে আবার তলিয়ে যায়। এরপর থেকে জলাবদ্ধতা আর দূর হয়নি।