আগামী বছর চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিতব্য শীতকালীন অলিম্পিক বয়কটের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির কোনো কূটনীতিক ওই অলিম্পিকে অংশ নেবেন না। তবে মার্কিন অ্যাথলেটরা অংশ নিতে পারবেন।

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, চীনের মানবাধিকার পরিস্থিতি অবনতির কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এই সিদ্ধান্তের কারণে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক আরও খারাপ হবার আশঙ্কা করা হচ্ছে।

গেল নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ২০২২ সালের বেইজিং অলিম্পিক বয়কটের বিষয়ে চিন্তাভাবনা করছে তার প্রশাসন। অন্যদিকে চীন জানায়, যুক্তরাষ্ট্র বেইজিং অলিম্পিক বয়কটের সিদ্ধান্ত নিলে, পাল্টা ব্যবস্থা নেবে চীন সরকার। আগামী চৌঠা ফেব্র“য়ারি থেকে ২০শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে শীতকালীন অলিম্পিক।