বেইলি রোডের আগুনের ঘটনায় আরও তিনজনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে মোট ৪৩ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হলো। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে তাঁদের মরদেহ হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়।
যে তিনজনের মরদেহ হস্তান্তর করা হয়েছে তাঁরা হলেন–শুল্ক সহকারী রাজস্ব কর্মকর্তা শাহজালাল উদ্দিন, তাঁর স্ত্রী মেহেরুন নেসা জাহান ও তাঁদের সন্তান ফাইরুজ কাশেম জামিরা।
জানা গেছে, নিহতেরা কেরানীগঞ্জ বসুন্ধরা রিভারভিউ আবাসিক এলাকায় বসবাস করতেন। তাঁদের গ্রামের বাড়ি কক্সবাজারের উখিয়া উপজেলায়।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে বেইলি রোডে একটি বহুতল ভবনে আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জন মারা গেছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পুলিশ বলেছে, নিহত ব্যক্তিদের মধ্যে ২০ জন পুরুষ, ১৮ জন নারী ও ৮ শিশু। তাদের মধ্যে ৪৩ জনের পরিচয় শনাক্ত করা গেছে। ৪৩ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।