বেইলি রোডের ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। শুক্রবার (০১ মার্চ) ভোর ৫টা ৪১ মিনিটে এ প্রক্রিয়া শুরু হয়। এখন পর্যন্ত ২৫ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তিদের স্বজনেরা যাঁদের শনাক্ত করেছেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাঁদের মরদেহ হস্তান্তর করা হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার পর থেকেই লাশ হস্তান্তর প্রক্রিয়া শুরু করার উদ্দেশ্যে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত ব্যক্তিদের স্বজনদের তথ্য জানতে চাওয়া হয়। সেসব তথ্যের ভিত্তিতেই লাশ হস্তান্তর শুরু হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

ঢাকা জেলা প্রশাসন এবং পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা লাশ হস্তান্তর প্রক্রিয়ায় সম্পৃক্ত আছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতদের মধ্যে ১৬ জনের সুনির্দিষ্ট তথ্য পেয়েছে জেলা প্রশাসনের। ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন তৈরি করে স্বজনদের কাছে হস্তান্তর শুরু করেছে পুলিশ।

অন্যদিকে, সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া সাংবাদিকদের জানিয়েছেন, যেসব মরদেহ শনাক্ত করার উপযোগী নয় সেগুলোর ডিএনএ টেস্ট করে প্রকৃত স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

রাজধানীর বেইলী রোডে বেশ কয়েকটি রেস্টুরেন্ট ও কাপড়ের দোকানের একটি বহুতল ভবনের অগ্নিকান্ডে এখন পর্যন্ত ৪৪ জন মারা গেছে। বৃস্পতিবার রাতে একটি রেস্টুরেন্টে আগুন লাগলে ভবনটিতে দ্রুত ছড়ায়। বহু মানুষ অল্প সময়ে শ্বাসরোধে নিস্তেজ হয়ে পড়েন।