দেশিয় ক্রিকেট জুয়ার সাথে যুক্ত প্রতিষ্ঠান বেটইউনারের সাথে চুক্তি বাতিল না করলে জাতীয় দলে সাকিব আল হাসান কে রাখা হবে না। এমনটাই জানালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ইতোমধ্যেই তাকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সাকিবের বিষয়ে সিদ্ধান্ত নিতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আজ বৃহস্পতিবার (১১ই আগস্ট) ধানমন্ডির বেক্সিমকো কার্যালয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে।

বৈঠকের পর বোর্ড সভাপতি গণমাধ্যমকর্মীদের বলেন, চুক্তির বিষয়ে ব্যাখ্যা চেয়ে সাকিবকে চিঠি দেয়া হয়েছে। সে এখনো উত্তর দেয়নি। তবে আজকের মধ্যেই এ ব্যাপারে আমাদেরকে জানানোর কথা রয়েছে। তারপর আমরা সিদ্ধান্ত নেবো।

বেট উইনারের অঙ্গপ্রতিষ্ঠান বেট উইনার নিউজের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। বেটিং সংক্রান্ত যে কোনও কিছুতেই বিসিবির কড়া নিষেধাজ্ঞা। এমনকি দেশের আইনেও তা নিষিদ্ধ। তাই এই চুক্তি বাতিল না করলে বাংলাদেশ দল থেকে বাদ দেওয়া হবে সাকিব আল হাসানকে।