রাজধানীর কচুক্ষেত এলাকায় বিভিন্ন দাবিতে তৈরি পোষাক কারখানা ডায়নাসহ আশপাশের কয়েকটি গার্মেন্টসের শ্রমিকরা বিক্ষোভ প্রদর্শণ করেছে। তারা এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর ইট-পাটেল নিক্ষেপ করে।
এক পর্যায়ে শ্রমিকরা পুলিশের দু’টি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

রাজধানীর মিরপুর-১৪ কচুক্ষেতের মিলি সুপার মার্কেট এলাকায় আন্দোলনরত দুই পোশাক শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসময় দুই শ্রমিক আল-আমিন (১৭) ও রুমা আক্তার (১৫) গুলিবিদ্ধ হন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ৯টার দিকে আন্দোলনরত অবস্থায় তারা গুলিবিদ্ধ হন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাদের শান্ত করার চেষ্টা করে। এ সময় তারা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে থাকেন। আত্মরক্ষায় পুলিশ লাঠিচার্জ করে।

এক পর্যায়ে দু’টি গাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয় শ্রমিকরা। এতে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

পরে সেনাবাহিনী ও পুলিশের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ৷