সাবেক আইজিপি বেনজীর আহমেদকে ফের তলব করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। আগামী ২৩ জুন তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য দিন ধার্য করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ই জুন) বিকেলে দুদকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির সচিব খোরশেদা ইয়াসমীন।
দুদক সচিন বলেন, সাবেক আইজিপি বেনজীর আহমেদ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে দুদক তলব করলেও শুনানিতে অনুপস্থিত থাকায় আগামী ২৩ জুন তাকে জিজ্ঞাসাবাদের তারিখ নির্ধারণ করা হয়।
অনুসন্ধান কার্যক্রমের অংশ হিসেবে বেনজীর আহেমেদের ব্যক্তিগত শুনানির জন্য ৬ জুন নির্ধারিত ছিল। তবে তিনি শুনানিতে উপস্থিত না হওয়ায় তার বক্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি। অনুসন্ধানকারী দল বেনজীর আহেমেদের ব্যক্তিগত শুনানির জন্য পরবর্তী তারিখ ২৩ জুন ২০২৪ ধার্য করে নোটিস ইস্যু করেছেন।
বেনজির আহমেদকে তার আবেদনের প্রেক্ষিতে নাকি দুদক স্বপ্রণোদিত হয়ে সময় দিয়েছে- এমন প্রশ্নে সরাসরি কোন উত্তর দেননি দুদক সচিব।
তিনি বলেন, মামলার তদন্ত কর্মকর্তা সময় দিয়েছেন। অন্যসব মামলা যেভাবে তদন্ত হয় এটিও সেভাবেই হচ্ছে। দুদকের তলবে হাজির না হলে সাধারণত আর একটা তারিখ দেওয়া হয়। সেভাবেই বেনজির আহমেদকে সময় দেওয়া হয়েছে।