করিম বেনজেমার হ্যাটট্রিকে বার্সেলোনাকে উড়িয়ে স্প্যানিশ কোপা দেল রে ফুটবলের ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে ক্যাম্প ন্যুতে সেমিফাইনালের দ্বিতীয় লেগে ৪-০ গোলের জয় পেয়েছে রিয়াল। দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে জয় নিশ্চিত হয় রিয়ালের।
যদিও ঘরের মাঠে শুরুতে আক্রমণ আর বল দখলে এগিয়ে ছিল বার্সাই। ম্যাচের ষষ্ঠ মিনিটে ডি বক্স থেকে শট নিয়েছিলেন রবার্ট লেভানডভস্কি। তবে টনি ক্রুসের পায়ে লেগে তা প্রতিহত হয়। মিনিট দুই পর ফের একবার রিয়াল রক্ষণে হানা দেয় বার্সা। তবে এবারও বল ক্লিয়ার করতে সমর্থ হয় রিয়াল।
ম্যাচের ২৪তম মিনিটে প্রথম আক্রমণ শাণায় রিয়াল। তবে মদ্রিচের শট লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর ৩৫তম মিনিটে ডি-বক্স থেকে নেওয়া রাফিনহার ক্রস হাতে লেগেছিল আলাবার। তবে রেফারি পেনাল্টি দেননি। ৪৫তম মিনিটে ডি বক্সে সহজ সুযোগ মিস করেন গাভি। সেখান থেকে পাল্টা আক্রমণে গোল করে রিয়ালকে এগিয়ে দেন ভিনিসিয়াস জুনিয়র।
বিরতির পর মাঠে নেমে আক্রমণে ধার বাড়ায় রিয়াল। তার ফলাফলও আসে দ্রুত। ৫০তম মিনিটে লুকা মদ্রিচের পাস থেকে গোল করেন করিম বেনজেমা। এর ৮ মিনিট পর তৃতীয় গোলের দেখা পায় রিয়াল। ডি বক্সে আনসু ফাতি ট্যাকল করতে গিয়ে ফেলে দেন ভিনিসিয়াসকে। সাথে সাথে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক পেয়ে সুযোগ হাতছাড়া করেননি বেনজেমা।
তিন গোল হজম করে ম্যাচে ফেরার প্রাণপণ চেষ্টা করে বার্সা। তবে উল্টো ৮০ মিনিটে চতুর্থ গোল হজম করে তারা। এবারও সেই করিম বেনজেমা বার্সাকে হতাশায় ডোবান। পূরণ করেন নিজের হ্যাটট্রিক। শেষ ১০ মিনিটে আর কোনো গোল হয়নি।
এর আগে, প্রথম লেগে ১-০ গোলে জয় পায় বার্সেলোনা।