আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বেনাপোল সীমান্তে জড়ো হয়েছিলেন বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের হাজারো মানুষ। সীমান্তের নোম্যান্স ল্যান্ডে নির্মিত অস্থায়ী শহীদ বেদীতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা। দুই দেশের জাতীয় পতাকা, ব্যানার-ফেস্টুন, প্ল্যাকার্ড দিয়ে সাজানো হয় পুরো এলাকা। এসময় সকলের প্রতি সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান তারা।

যশোরের বেনাপোল সীমান্তের নোম্যান্স ল্যান্ড মঙ্গলবার পরিণত হয় দুই বাংলার হাজারও মানুষের মিলন মেলায়। প্রতিবছরের মতো এবারও বাংলা ভাষা আন্দোলনের স্মারক মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই আয়োজন করা হয়। দুই বাংলার মানুষের অভিন্ন ভাষার কারণে ভৌগোলিক সীমারেখা একই মঞ্চে উঠে বাংলা ভাষার জয়গান করলেন তারা।

দুই বাংলার মানুষের এ মিলন মেলায় উভয় দেশের সীমান্তবর্তী বাসিন্দাদের মধ্যে উৎসাহের আমেজ সৃষ্টি হয়।

এসময় দুই দেশের মধ্যকার সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ভিত্তি অটুট রয়েছে বলেজানান জনপ্রতিনিধিরা।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় হাজারও মানুষ।