কাতার বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বের ম্যাচে বেলজিয়ামকে ২-০ গোলে হারিয়েছে মরক্কো। আজ রোববার (২৭শে নভেম্বর) দিনের দ্বিতীয় ম্যাচে আল থুমামা স্টেডিয়ামে ‘এফ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় দু’দল।
প্রধম ম্যাচ জিতে বেশ ফুরফুরে ছিলো বেলজিয়াম। জিতলেই মিলে যাবে শেষ ষোলোর টিকেট- এমন সমীকরণে শুরুর ৪৫ মিনিটে ধারহীন ফুটবল খেলে বেলজিয়াম। অন্যদিকে খেলার ধারার বিপরীতে একবার জালে বল পাঠিয়েও গোল পেল না মরক্কো।
তবে দ্বিতীয়ার্ধে পাল্টে যায় খেলার মোড়। আরও বেশি তাল পাকিয়ে বসে বেলজিয়াম। সেই সুযোগে একের পর এক অ্যাটাকিং করতে থাকে মরক্কো। ম্যাচের ৭৩ মিনিটে আব্দুল হামিদ সাবিরির ‘ফ্রি কিকে’ ডান পায়ের জোড়ালে শটে বেলজিয়ামের জালে বল পাঠিয়ে ১ গোল ব্যবধানে এগিয়ে যায় তারা।
এদিকে ম্যাচের সমতায় ফিরতে একের পর এক চেষ্টা করলেও ব্যর্থ হয় বেলজিয়াম। শেষ পর্যায়ে ৯০ মিনিটের মাথার আবারও বেলজিয়ামের জালে গোল পাঠায় মরক্কো। এতে ২ গোলের ব্যবধানে এগিয়ে গিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে বেলজিয়াম।