চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পাচ্ছিল না রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগ অভিষেকেই দারুণ ডিফেন্সিভ দক্ষতা দেখিয়ে যাচ্ছিল ইউনিয়ন বার্লিন। তবে শেষ মুহূর্তে জুড বেলিংহাম গোল করে জেতালেন দলকে।
বুধবার রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ‘সি’ গ্রুপের ম্যাচে ১-০ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়নদের বিপক্ষে পয়েন্টের আশা জাগিয়েছিল প্রথমবারের মতো আসরে খেলতে আসা ইউনিয়ন। তবে শেষমেশ খালি হাতেই মাঠ ছাড়তে হয় জার্মান দলটিকে।
ম্যাচের পরিসংখ্যান ফুটিয়ে তোলে রিয়ালের একচ্ছত্র দাপট। ৭৬ শতাংশ সময় বল পায়ে রেখে প্রতিপক্ষের গোলমুখে ৩২টি শট নিয়ে সাতটি লক্ষ্য রাখে তারা। বিপরীতে, রক্ষণাত্মক কৌশল বেছে নেওয়া সফরকারীরা মাত্র চারটি শট নিলেও কোনোটিই ছিল না লক্ষ্যে।
লা লিগার পর রিয়ালের জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকেও গোল করলেন বেলিংহ্যাম। ২০ বছর বয়সী ইংলিশ মিডফিল্ডার গত জুনে ১১৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে যোগ দেন লস ব্লাঙ্কোদের ডেরায়। নতুন ঠিকানায় তার শুরুটা হয়েছে দুর্দান্ত। সব প্রতিযোগিতা মিলিয়ে এবারের মৌসুমে পাঁচ ম্যাচে এটি তার পঞ্চম গোল।
আক্রমণের বন্যা বইয়ে দিয়েও জালের ঠিকানা মিলছিল না রিয়ালের। প্রথমার্ধে স্প্যানিশ স্ট্রাইকার হোসেলুর সামনে ভালো দুটি সুযোগ আসে। তবে কোনোবারই তার হেডে বল থাকেনি লক্ষ্যে।
দ্বিতীয়ার্ধে খেলার ধার বাড়িয়ে গোলের দুয়ারে সজোরে কড়া নাড়তে থাকে স্বাগতিকরা। তবে বারবারই অল্পের জন্য হাত ফসকে যাচ্ছিল সাফল্য। ভাগ্যও সহায় হচ্ছিল না। ৫১ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগোর ফ্লায়িং ভলি গোলরক্ষককে পরাস্ত করলেও ফিরে আসে পোস্টে লেগে। ৬৩ মিনিটে স্ট্রাইকার হোসেলুর হেডারও পরাস্ত করেছিল বার্লিন কিপারকে। কিন্তু এবারও বল ফিরে আসে পোস্টে লেগে। ৬৯ মিনিটে লুকা মড্রিচের দুরপাল্লার শট দারুণ সেভে রুখে দেন বার্লিন গোলরক্ষক ফ্রেডেরিক রোনাউ।
৯০ মিনিটের ম্যাচে ইউনিয়ন বার্লিনের ডেরায় ৩২টি আক্রমণ করেও গোল পায়নি রিয়াল। ম্যাচ যখন ড্রয়ের দিকে যাচ্ছে, ঠিক তখনই আবারো ইনজুরি সময়ে গোল করে মাদ্রিদের জয় নিশ্চিত করেন জুড বেলিংহ্যাম। কর্নার থেকে তৈরি হওয়া আক্রমণে ভালভার্দের শট প্রতিহত হলেও ফিরতি বল জালে জড়িয়ে রিয়ালের ১-০ গোলের জয় নিশ্চিত করেন বেলিংহ্যাম। রিয়াল আসলে বেলিংহামেই রক্ষা পেলো।
পরাজয় বরণ করলেও সান্তিয়াগো বার্নাব্যুর গগনবিদারী চিৎকার নতুন এক অভিজ্ঞতা ইউনিয়ন বার্লিনের জন্য! কারণ, পাঁচ বছর আগেও জার্মান ফুটবলে দ্বিতীয় বিভাগে খেলেছে তারা। এরপর টান মৌসুম ধরে তাদের শুধু উত্থানের পালা। বুন্দেসলিগা টু থেকে বুন্দেসলিগায়, কনফারেন্স লিগ থেকে ইউরোপা লিগ হয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগে খেলছে ইউনিয়ন বার্লিন। ইউনিয়ন সমর্থকদের জন্য বার্নাব্যুর ম্যাচটি তাই ঐতিহাসিক। ম্যাচ হেরেছে, তাতে কি!