দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ১৫ শতাংশ ট্যাক্স দিতে হবে বলে রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এ সংক্রান্ত ৪৪ টি মামলার শুনানী শেষে মঙ্গলবার এ রায় দেন জ্যেষ্ঠ বিচারপতি বোরহান উদ্দিনের নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বিভাগের বেঞ্চ।।

বিশ্ববিদ্যালয়ের খরচ বাদে আয়ের থেকে নেয়া হবে এ ট্যাক্স। অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন জানিয়েছেন, এজন্য শিক্ষার্থীদের অতিরিক্ত কোন অর্থ দিতে হবে না।

২০১১ সাল থেকে বেসরকারী বিশ্ববিদ্যালয় গুলো আদালতে মামলার মাধ্যমে বন্ধ ছিল ট্যক্স। এই রায়ের ফলে আগের ট্যাক্সসহ সব পরিশোধ করতে হবে বলে জানান আমিন উদ্দিন।

২০০৭ সালের ২৮ জুন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জারি করা এক প্রজ্ঞাপনে সব প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আয়ের ওপর ১৫ শতাংশ হারে আয়কর দেয়ার বিধান রেখে একটি প্রজ্ঞাপন জারি করে। যা ওই বছরের ১ জুলাই থেকে এটা কার্যকর হয়। ২০১০ সালে সব বেসরকারি মেডিকেল কলেজ, বেসরকারি ডেন্টাল কলেজ, বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং তথ্যপ্রযুক্তি বিষয়ে শিক্ষাদানে নিয়োজিত বেসরকারি কলেজের ওপরও ধার্য হয় ১৫ শতাংশ আয়কর।

তবে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর পক্ষে দায়ের করা রিট আবেদনের প্রেক্ষিতে ২০১৬ সালের ৫ সেপ্টেম্বর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর কর ধার্য করাকে অবৈধ ঘোষণা করেন উচ্চ আদালত।

এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা এক আপিলের জেরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ২০২১ সালের ৯ ফেব্রুয়ারি এক আদেশ দিয়ে সরকারের আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর কর আরোপ না করার আদেশ দিয়েছিলেন।